- রাজধানী
- লাঠিসোটা নিয়ে মিছিল-মিটিংয়ে আসা যাবে না: ডিএমপি
লাঠিসোটা নিয়ে মিছিল-মিটিংয়ে আসা যাবে না: ডিএমপি

রাজনৈতিক মিছিল-মিটিংসহ যে কোনো বিক্ষোভ সমাবেশে লাঠিসোটা বা দেশি অস্ত্র বহন করতে নিষেধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন কর্মসূচি ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও হতাহতের ঘটনার প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) একেএম হাফিজ আক্তার। তিনি বলেছেন, মিছিল-সমাবেশে লাঠিসোটা বহন পুলিশসহ সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ। বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে চুরিতে জড়িত এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশ সভা-সমাবেশের অনুমতি দিচ্ছে না বলে বিএনপির অভিযোগ আছে। দলটির দাবি, সহিংস পরিস্থিতিতে পুলিশ আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিএনপি নেতাকর্মীদের পেটায়। এ প্রসঙ্গে হাফিজ আক্তার বলেন, আমরা রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় অনুষ্ঠানের অনুমতি দিচ্ছি। তবে বিষয়টি ঝুঁকিপূর্ণ মনে হলে সংশ্নিষ্ট উপকমিশনাররা মতামত দেন। কোনো এক জায়গায় একাধিক সংস্থা বা দল অনুষ্ঠানের অনুমতি চাইলে নাগরিক সুরক্ষার জন্য অনুমোদন দেওয়া হয়নি। আর পুলিশ সব অনুষ্ঠানেই নীরব থাকে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, পুলিশের দায়িত্ব শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। আমরা চাই না কোথাও সংঘাত-সংঘর্ষ হোক। সেটা নিশ্চিত করতেই পুলিশ কাজ করে।
ইউপি সদস্যের বিরুদ্ধে ৫০০ চুরির অভিযোগ :অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, ঢাকার বিভিন্ন স্থানে চুরির অভিযোগে মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ এলাকা থেকে তাঁকে একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৬ সাল থেকে এ পর্যন্ত শুধু রাজধানীতেই ৫০০ চুরি করেছেন। এবার গ্রেপ্তারের আগে বেনারসি পল্লিতে একটি শাড়ির দোকানে চুরি করেন তিনি।
অতিরিক্ত কমিশনার জানান, গত মাসে বিভিন্ন থানায় ৭৩টি চুরির মামলা হয়েছে। বাস্তব সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। আইনি জটিলতার কথা ভেবে ভুক্তভোগীরা মামলা করেন না। ঢাকায় ৪ হাজারের বেশি চোরের তথ্য পুলিশের কাছে আছে। এভাবে সব চোরের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মন্তব্য করুন