ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, পাবনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কলামিস্ট রণেশ মৈত্রের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার সদর মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয় প্রেস ক্লাব চত্বরে। সেখানে তাঁকে শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত করেন সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহীর ন'হাটা গ্রামে জন্মগ্রহণ করেন আজীবন সংগ্রামী রণেশ মৈত্র। গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ৯০ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।