মহিষাসুর নয়, দুর্গার হাতে বধ হচ্ছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী! পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার রুবি পার্কের দুর্গাপূজার মণ্ডপে দেখা গেল এ চিত্র। মণ্ডপের এ ছবি সামনে আসার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসহ কয়েকটি রাজনৈতিক দল।

রুবি পার্ক এলাকায় ওই পূজার আয়োজক ছিল বিজেপির শাখা সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। সপ্তমীর দিন থেকে ওই মণ্ডপের প্রতিমার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, যে মূর্তির পূজা দেওয়া হচ্ছে, তাতে অসুরকে সাজানো হয়েছে মহাত্মা গান্ধীর আদলে। অসুরের হাতে লাঠি; চোখে গান্ধীজির প্রতীকী চশমা; ধূতি পরিহিত। তাকে বধ করছেন দেবী দুর্গা।

ছবিটি সামনে আসতেই পুরো রাজ্যে নিন্দার ঝড় ওঠে। অবিলম্বে পূজা কমিটির কর্মকর্তাদের গ্রেপ্তার এবং পূজা বন্ধের দাবিতে সরব হন অনেকে।

যে মূর্তির পূজা দেওয়া হচ্ছে, তাতে অসুরকে সাজানো হয়েছে মহাত্মা গান্ধীর আদলে। ছবি- সমকাল

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, এটা অত্যন্ত নিম্ন রুচির আচরণ। গান্ধীজির অবমাননা বরদাশত করা যায় না। দেশের প্রত্যেক নাগরিকের জন্য এটা অপমান।

বিতর্কের মধ্যে রবি পার্কের পূজার আয়োজক চন্দ্রচূড় গোস্বামী বলেন, গান্ধীকে তাঁরা 'পিতা' নন, বরং দেশভাগের জন্য দায়ী বলে মনে করেন। এ কারণে এ প্রতীকী প্রতিবাদ। তিনি দাবি করেন, গান্ধী দেশের জন্য ভালো কিছু করেননি।

এ পরিস্থিতিতে পুলিশ সোমবার অষ্টমীতে ওই মূর্তির মাথায় চুল ও গোঁফ লাগিয়ে দিয়েছে। সেইসঙ্গে তার চশমাও খুলে নেওয়া হয়েছে। এ নিয়ে খুবই অসন্তুষ্ট চন্দ্রচূড় গোস্বামী। তিনি আরও কয়েকজনকে নিয়ে পূজামণ্ডপেই অবস্থান কর্মসূচি পালন করছেন।