জাতীয় গ্রিডের বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২৪ সদস্যকে বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গত মঙ্গলবার রাতে র‌্যাব-৩ শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিরা প্রায় প্রতিদিন ছিনতাই করে। রাতে বিদ্যুৎ না থাকার সুযোগ নিয়ে তারা বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনায় সড়কে নেমেছিল।