- রাজধানী
- জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় - সমকাল
জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। ৮ অক্টোবর (শনিবার) থেকে শুরু হয়ে এ অনুষ্ঠানমালা চলবে ২১ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। একই সঙ্গে করোনা সচেতনতার জন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আহ্বান জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী ও মাইনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, নির্বাহী সদস্য ভানুরঞ্জন চক্রবর্তী, শাহনাজ সিদ্দিকী সোমা, শাহনাজ আক্তার পলি, বখতিয়ার রানা এবং কাজী রওনাক হোসেন।
১৩ দিনের অনুষ্ঠানমালায় রয়েছে- ৮ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, তোয়াব খান, পীর হাবিবুর রহমানসহ গত এক বছরে প্রয়াত ১৬ জন সদস্য স্মরণে সভা; পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা; ক্লাবের সদস্যদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা; এয়ারগান প্রতিযোগিতা; স্পেড ট্রাম্প প্রতিযোগিতা; নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা; শিশু আনন্দমেলা এবং টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৮ অক্টোবর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা, ১৯ অক্টোবর আন্তর্জাতিক সেমিনার; ২০ অক্টোবর ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা, এরপর পুরস্কার বিতরণী এবং ২১ অক্টোবর সন্ধ্যায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
সভায় শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়। ফরম ও খাবার কুপন সংগ্রহের শেষ তারিখ ১০ অক্টোবর ২০২২। মূল্য পঞ্চাশ টাকা। নৈশভোজ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। কার্ড জনপ্রতি ২০০ টাকা, দম্পতি ৪০০ টাকা ও ড্রাইভার ১০০ টাকা। আগামী ১৭ অক্টোবরের মধ্যে ক্লাবের অভ্যর্থনা কাউন্টার থেকে নৈশভোজের কার্ড সংগ্রহ করতে বলা হয়।
ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। ক্লাবে ২১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। ইতোমধ্যে নকশাও চূড়ান্ত করা হয়েছে।
সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ২০ অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় যানজট এবং পার্কিং অসুবিধাসহ নানা ভোগান্তির কথা চিন্তা করে নৈশভোজ ও কেক কাটার অনুষ্ঠান একদিন পিছিয়ে শুক্রবার নেওয়া হয়েছে।
মন্তব্য করুন