হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণবার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দর রানওয়ের ১২ নম্বর বে-এলাকায় একটি ডাস্টবিন থেকে এ স্বর্ণবার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্বর্ণবার উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

মামলার বাদী ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাফিস আমীন রিজভী সমকালকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরের ১২ নম্বর বে-এলাকায় রক্ষিত ডাস্টবিন থেকে পরিত্যক্ত ৩০টি স্বর্ণবার জব্দ করা হয়। স্বর্ণবারগুলো ডাস্টবিনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।

বিমানবন্দর রানওয়ের বে-এলাকা কাস্টমসের সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয় বলেও জানান তিনি।