- রাজধানী
- সাঁতারই পারে শিশুর অকালমৃত্যু রোধ করতে: লাকী ইনাম
সাঁতারই পারে শিশুর অকালমৃত্যু রোধ করতে: লাকী ইনাম

শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম - সংগৃহীত
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে অংশীজনদের নিয়ে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় শিশুদের সঠিক বয়সে সাঁতার শেখা, কেউ ডুবে গেলে তাকে উদ্ধার কৌশল, তৃণমূল মানুষকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচানো ও এ সংক্রান্ত প্রাথমিক চিকিৎসার ওপর আলোকপাত করেন বক্তারা।
শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, এখন সময় এসেছে সাঁতার শেখানোকে সপ্তম টিকা হিসেবে দাবি করার ও প্রতিষ্ঠা করার। সাঁতারই পারে শিশুকে অকালমৃত্যুর হাত থেকে রক্ষা করতে।
অন্যদিকে সিআইপিআরবি ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. আমিনুর রহমান বলেন, মাত্র এক হাজার টাকার বিনিময়ে প্রতিটি শিশুকে সাঁতার ও উদ্ধার পদ্ধতি শেখানো সম্ভব। আর পানিতে ডুবে শিশু-মৃত্যুর অন্যতম সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা। এই সময় যদি পাঁচ বছরের কম বয়সী শিশুদের এলাকাভিত্তিক শিশুযত্ন কেন্দ্রে রাখা যায়, তাহলেও পানিতে ডুবে মৃত্যু রোধ করা যায়।
সভায় জানানো হয়, সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের সমন্বিত বিকাশ ও সুরক্ষা এবং শিশুর সাঁতার সুবিধা প্রদান প্রকল্প নামে তিন বছর মেয়াদি প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে ১৬টি জেলার ৪৫টি উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে সাঁতার শেখানো হবে, যা শিশুদের নিরাপত্তার জন্য খুবই কার্যকর হবে।
মন্তব্য করুন