- রাজধানী
- গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণ চালকের মৃত্যু
গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণ চালকের মৃত্যু

প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় লেগুনার চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় নিহত লেগুনাচালকের নাম মো. সুজন (২৬)।
লেগুনাটির মালিক আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার তাঁর লেগুনার চাকায় লিকেজ হয়ে যায়। সকাল সাড়ে ১১টার দিকে চালক সুজন বেড়িবাঁধে চাকা মেরামত করতে যান। চাকার লিক সারিয়ে দুজন কর্মচারী হাওয়া দিচ্ছিলেন। সুজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিস্ম্ফোরণ হলে চাকার কিছু অংশ সুজনের মাথায় লাগে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১টায় তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, সুজনের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। লালবাগের বাটা মসজিদ এলাকায় থাকতেন তিনি।
মন্তব্য করুন