রাজধানীর আজিমপুরে সাজেদা নামে এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। একই সঙ্গে মৃত্যুর কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো নেটওয়ার্কের সদস্য সচিব নাজমা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, আজিমপুরের চায়না বিল্ডিং এলাকায় একটি বাসায় গত আড়াই মাস ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন সাজেদা। বুধবার ওই বাসার গৃহকর্তা ও তাঁর পরিবার সাজেদাকে রেখে বাইরে যান। ফিরে এসে তাঁরা সাজেদার ঝুলন্ত লাশ পান। এর পর ৯৯৯-এ ফোন দেন।

সুরতহাল প্রতিবেদনে সাজেদার মাথায় আঘাতের পাশাপাশি ফ্লোরে রক্ত পড়েছিল এবং টেবিলের গ্লাস ভাঙা ছিল উল্লেখ করা হয়েছে। এ জন্য সাজেদাকে হত্যা করা হয়েছে বলে মনে করছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।