- রাজধানী
- ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ডিআইজি হাবিব
ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ডিআইজি হাবিব

ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন হাবিবুর রহমান। পরে তিনি ১৭ তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। পেশায় সততা, নিষ্ঠা ও সাহসকিতার জন্য তিনি তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। এর বাইরে তিনি সফল ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি মানুষের সেবার জন্য গড়েছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে 'উত্তরণ কর্মসংস্থান প্রশিক্ষণ' কর্মসূচি চালু করেন। হিজড়া সম্প্রদায়ের পুনর্বাসন ও তাদের সামাজিক মর্যাদা সমুন্নত রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি ঢাকার সাভারে বেদে পল্লীর বাসিন্দাদের জীবনমানের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্কুল, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, গাড়ি চালানো প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউজসহ নানা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে লেখা একটি বই সম্পাদনা করেন তিনি। ২০১৮ সালে প্রকাশিত বইটির নাম 'মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ'। সর্বশেষ একুশে বইমেলায় প্রকাশিত হয় তার গবেষণাগ্রন্থ 'ঠার:বেদে জনগোষ্ঠীর ভাষা'।
মন্তব্য করুন