রাস্তা-ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা, ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ার দায়ে দুই ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ না করায় তাঁদের আটক করা হয়।

শনিবার মিরপুরের পীরেরবাগ ৬০ ফুট সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান চালান ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, মানুষকে সচেতন করতেই আমাদের অভিযান। সবাইকে সম্পৃক্ত করে কাজ করছি। শনিবার বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেছি। এর মধ্যে পশ্চিম মণিপুর শেখ আব্দুল হাই সড়কের নির্মাণাধীন দুটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় এক ভবন মালিককে ১ লাখ ও অন্যজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে তাঁদের তিন থেকে ছয় মাসের কারাদণ্ড হবে।
এ ছাড়া সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখায় সেগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলামে ১ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়।