'মূকাভিনয় আমাদের সর্বজনীন ভাষা'- এ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) চতুর্থবারের মতো এ আয়োজন করেছে। আগামী রোববার পর্যন্ত এ উৎসব চলবে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্পীরা মূকাভিনয় প্রদর্শন করবেন।

ডুমার সভাপতি শাহ পরান শুভ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিহির লাল সাহা, সংস্কৃত বিভাগের অধ্যাপক অসীম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ইসরাফিল আহমেদ এবং বাংলাদেশ মাইম ফেডারেশনের সাবেক চেয়ারম্যান জাহিদ রিপন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মডারেটর ফাদার তপন ক্যামিলাস ডি রোজারিও।

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, মূকাভিনয় প্রাচীন শিল্পমাধ্যম। অষ্টাদশ শতকে ফরাসি বিপ্লবের সময় লেখালেখিসহ আন্দোলন-সংগ্রামের ওপর কঠিন সেন্সরশিপ আরোপ করা হয়। তখন প্যারিসের রাজপথে ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে মূকাভিনয় ছিল প্রতিবাদের মাধ্যম। এটি সমাজে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিল। দার্শনিকদের বাণী, লেখনীর মতো এটিও শক্তিশালী ভূমিকা রেখেছিল।

আয়োজকরা জানান, উৎসবে তুরস্ক, ইরান ও ভারতের শিল্পীরা ছাড়াও অংশ নেবেন বাংলাদেশের মূকাভিনয় সংগঠন 'থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ', 'সাইলেন্ট থিয়েটার', 'শ্রুতি মাইম অ্যান্ড থিয়েটার', 'গোল্লাছুট নাট্যদল', 'মিরর মাইম থিয়েটার', 'ঢাকা মাইম থিয়েটার', 'মাইম ফেস', 'থিয়েটার মুভমেন্ট', 'নাট্যতরী'সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। প্রতিদিন টিএসসিতে থাকবে উৎসবের মূল আয়োজন। এ ছাড়া শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ ক্যাম্পাসজুড়েই থাকবে রোড শো। উৎসব উপলক্ষে ঢাবির আবাসিক হলগুলোতেও প্রদর্শনী হয়েছে।

উদ্বোধনী দিনে বন্যপ্রাণী নিধন নিয়ে সাইলেন্ট থিয়েটার 'প্রলয় নাচন', থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ 'দ্য অনেস্ট', ভারতীয় মাইম লিটল ড্রামা 'জুম চাষ' মঞ্চস্থ করে। মাইম আর্ট চারটি নকশা মূকাভিনয় প্রদর্শন করে। শ্রুতি 'বৃক্ষলিপি', ঢাকার গোল্লাছুট নাট্যদল 'থার্ড পারসন' ও 'কাতুকুতু' মঞ্চস্থ করে। তিন দিনের আয়োজনে আরও থাকছে কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে (টিএসসি) থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। আগামীকাল রাত ১০টায় অংশগ্রহণকারী দল ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের পর্দা নামবে। প্রদর্শনী টিকিটের মূল্য ৩০ ও ৫০ টাকা।