- রাজধানী
- সড়কে শৃঙ্খলা আসেনি, মৃত্যু বেড়েছে: ওবায়দুল কাদের
সড়কে শৃঙ্খলা আসেনি, মৃত্যু বেড়েছে: ওবায়দুল কাদের

অবকাঠামো উন্নয়ন হলেও সড়কে শৃঙ্খলা আসেনি। দুর্ঘটনার সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। এইসব বাস্তবতা স্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু, আন্ডারপাস, ওভারপাস, মেট্রোরেল, টানেল সবই হচ্ছে। তারপরও শৃঙ্খলা নেই কেনো? শৃঙ্খলা না থাকলে সাফল্য ম্লান হবে।
তিনি আক্ষেপ করে বলেন, রাস্তা করি। বৃষ্টি হলে রাস্তা নেই। টাকা কোথায় যায়? এ টাকা সরকারের, জনগণের করের টাকা। সড়ক পরিবহন সচিবকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে দুর্নীতিবাজ থাকবে না। দুদককে নিজ মন্ত্রণালয়ে স্বাগত ওবায়দুল কাদের বলেন, তদন্ত করুক। যেখানে দুর্নীতি সেখানেই তদন্ত করতে হবে।
সড়কের নিরাপত্তা বিঘ্নিত করায় জনপ্রতিনিধিদের একহাত নিয়েছে ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আইন করেছি মহাসড়কে তিন চাকার গাড়ি চলবে না। কিন্তু কে শোনে কার কথা! বলে যে, অমুক জনপ্রতিনিধি গাড়ি চলতে দিয়েছেন। কেন চলবে? উনার কোনো স্বার্থ আছে। সামনে ভোট আছে। জীবন আগে না জীবিকা আগে? জীবন বাঁচাতে হবে। জীবন না বাঁচলে জীবিকা দিয়ে কী হবে! ঢাকায় এখন যারা হেলমেট ছাড়া চলেন, তারা রাজনীতির লোক। রাজনীতি ঠিক না হলে কিছু ঠিক হবে না। মানুষের অসুবিধা করে রং সাইডে যাবেন, আপনি কেমন রাজনীতিবিদ? আপনাদের দিয়ে জনগণের কি কাজে আসবে?'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মত সৎ নেতা চাই। তাঁর মতো সততা, ভালো মানুষ পঁচাত্তরের পর একজনও আসেনি। কয়জন জনপ্রতিনিধি জনগণের ভাগ্য উন্নয়ন, আর কয়জন নিজের পকেটের উন্ন করেছেন, হিসেব দিতে হবে। শেখ হাসিনা সৎ থাকবেন, অন্যরা পকেটের উন্নয়ন করবেন- সেটা হবে না।'
ওবায়দুল কাদের বলেন, 'বুকে হাত দিয়ে বলব, আগের মেয়াদে পাঁচ বছর ছিলাম প্রতিমন্ত্রী। এবার ১১ বছর হয়ে গেল মন্ত্রী। কোনো পারসেন্টেজ কিংবা কোনো কমিশন কখনো নেইনি।'
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, নিরাপদ সড়ক দিবস কয়েকদিন ধরে উদযাপন প্রয়োজন, যাতে শ্রমিকরা সচেতন হতে পারেন। খুলনায় গাড়ি চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, ফেডারেশন গত ১২ বছরে ধর্মঘট ডাকেনি।
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সড়কের নিরাপত্তায় মালিকরা সরকারের সহযোগীর ভূমিকায় রয়েছে।
সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, সড়কে বেপরোয়া গতি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীতে তৎপর হতে হবে।
নিরাপদ সড়ক চাই'র (নিসচা) সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, দুর্ঘটনা রোধে আইন শক্ত হাতে প্রয়োগ করতে হবে।
সড়ক সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।
মন্তব্য করুন