
নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি আদায়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা না পেলে ২০ নভেম্বর থেকে রাজধানীসহ জেলায় জেলায় কর্মচারী বিক্ষোভ সমাবেশ এবং ২৬ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, কার্যকরী সভাপতি এম ও ওয়াদুদ, জসিম উদ্দিন, আবু নাছির খান, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, রোকনুজ্জামান, বেল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, আবদুল আহাদ শিপন, জাহাঙ্গীর আলম, লিপি আক্তার, জাকির হোসেন, রফিকুল আলম, মোহাম্মদ রনি প্রমুখ।
মন্তব্য করুন