- রাজধানী
- মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু
মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু

রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী নওগাঁর পোরশা উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানায়, আইয়ুব আলী শুক্রবার দিবাগত রাতে দায়িত্ব পালনের উদ্দেশে বাসা থেকে রওনা হন। এসময় মগবাজার রেলগেট অতিক্রম করার সময় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ সমকালকে বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন