ষষ্ঠ আসরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হবে আগামী শনিবার (১২ নভেম্বর)। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া তরুণ উদ্যোক্তা ও সংগঠনের হাতে এ বছর পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপার্সন সজীব ওয়াজেদ জয়। বিগত ৮ বছর ধরে নিয়মিত এই আয়োজন করে আসছে সিআরআই-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা।

এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের সংগঠন যারা নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি সাড়া দিয়েছে তারা ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন। পাঁচটি ক্যাটাগরির প্রতিটিতে দুইটি করে তরুণদের সংঘটনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই ১০ সংগঠন ছাড়াও দেশের জন্য বিশেষ অবদান রাখায় 'লাইফটাইম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' পাচ্ছেন আরও ৩ জন।

অন্তত ১৮ মাস ধরে সেবামূলক কাজে যুক্ত সংগঠন বা সংস্থা আবেদন করছে এবার। মোট আবেদন জমা পড়েছে ৬০০টির বেশি। সেখান থেকেই ১০টি সংগঠন পাচ্ছে এই পুরষ্কার। আবেদন পাওয়ার পর একটি বিচারক দল কঠোর প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিতদের বাছাই করেছেন বলে জানায় ইয়াং বাংলা। পুরস্কার প্রদানের পাশাপাশি ইয়াং বাংলার নিজস্ব মাধ্যমে বিজয়ীদের নানা ভূমিকার গল্প তুলে ধরা হবে সবার সামনে।

মানবিক কাজ ও সমাজে অবদানের জন্য দেশের সেরা যুব সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান 'জয় বাংলা'র অনুসারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এর প্রবর্তন করা হয়।

এর মাধ্যমে ইয়াং বাংলা দেশ জুড়ে তরুণদের একটি কমিউনিটি গড়ে তুলেছে। এ ছাড়া পুরস্কৃত করার মাধ্যমে তাদের আরও অবদান রাখতে উৎসাহিত করেছে। এখন পর্যন্ত এই প্লাটফর্ম ১০০টির বেশি সংস্থা, ২০ হাজার স্থানীয় স্বেচ্ছাসেবকসহ ১ লাখ সদস্যের একটি কেন্দ্র হিসেবে নিজেকে গড়ে তুলেছে।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী অনেক সংগঠন পরবর্তীতে সামাজিক অবদানের স্বীকৃতি স্বরূপ শিশু শান্তি পুরষ্কার, ডায়না অ্যাওয়ার্ডসহ আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করে।