- রাজধানী
- আইডিএলসির অগগ্রযাত্রায় নতুন মাত্রা ‘আইডিএলসি কর্পোরেট হেড অফিস ভবন’
আইডিএলসির অগগ্রযাত্রায় নতুন মাত্রা ‘আইডিএলসি কর্পোরেট হেড অফিস ভবন’

আইডিএলসি ফাইন্যান্স ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
দেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স তাদের স্থায়ী কর্পোরেট অফিস নির্মাণ কাজ শুরু করতে চলেছে। এ উপলক্ষে আইডিএলসি ফাইন্যান্সের গুলশান কার্যালয়ে আইডিএলস ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আইডিএলসির পক্ষে অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এমডি ও সিইও এম জামাল উদ্দিন। শান্তা হোল্ডিংস লিমিটেডের পক্ষে ছিলেন ডিরেক্টর সাইফ খন্দকার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি গ্রুপের চেয়ারম্যান আজিজ আল মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বতন কর্মকর্তারা।
গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে আইডিএলসি ফাইন্যান্স, অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন নিজ ভবন নির্মাণ করতে চলেছে যা আইডিএলসি গ্রুপের কর্পোরেট হেড অফিস হিসেবে পরিচিত হবে। ভবনটি আইডিএলসির দীর্ঘ ৩৮ বছরের পথচলায় কঠোর অনুশাসন, সঠিক আর্থিক ব্যবস্থাবনা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবেই প্রতীয়মান হবে বলে আশা করা হচ্ছে। গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং পরিবেশ ও সমাজের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে রাজধানীর প্রাণকেন্দ্র তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ২০ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণকাজ থুব তাড়াতাড়ি শুরু করা হবে।
আইডিএলসি কর্পোরেট হেড অফিস ভবন, আন্তর্জাতিকমানের লিড প্লাটিনাম গ্রিন বিল্ডিংয়ের মূলনীতি অনুযায়ী তৈরি করা হবে। প্রস্তাবিত ২০তলা বিশিষ্ট এই ভবনে আইডিএলসি গ্রুপের আওতাভুক্ত সকল সহায়ক প্রতিষ্ঠান একই সঙ্গে অবস্থান করবে। অডিটোরিয়াম, গ্রাহক সেবা ডেস্ক, প্রায়োরিটি লাউঞ্জ, স্বাস্থ্যসেবা সুবিধা এবং ডে কেয়ারের মতো সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকবে। ভবনটি নির্মাণের জন্য শান্তা হোল্ডিংস লিমিটেডকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে আইডিএলসি এবং শান্তা হোল্ডিংসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে ২০২০ সালে ঢাকার ১৫৩, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আইডিএলসির স্থায়ী কর্পোরেট অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন