রাজধানীর গাবতলী এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম এখলাছ উদ্দিন (৪৫)। গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তিনি ঢাকা থেকে পাবনা রুটে চলাচলকারী মতিন ট্রাভেলসের টিকিট মাস্টার ছিলেন।

দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার সমকালকে বলেন, যাত্রী তোলা নিয়ে বাসের ভেতর দুই পরিবহনের কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। এর পর বাস থেকে নামার সময় একজন পড়ে আঘাত পান, পরে তাঁর মৃত্যু হয়। তাঁকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

মৃতের স্ত্রী পারভিন বেগমের ভাষ্য, গাবতলী টার্মিনালের সামনে পাবনাগামী একটি বাসের কর্মীদের সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। এর এক পর্যায়ে তারা এখলাছকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়।