বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে এখনও অকাট্য প্রমাণসহ কোনও তথ্য মেলেনি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে নৌ-পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ নিয়ে আপনাদের জানানো হবে। আমরা সবসময় তথ্যভিত্তিক কথা বলি।

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না।