- রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের চার নেতার সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের চার নেতার সাক্ষাৎ
জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার চার নেতা। দলীয় সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে।
সাদ্দাম হোসেন বলেন, 'আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন সম্পর্কে নেত্রীর সঙ্গে আলাপ করেছি, আমাদের বিষয়গুলো উপস্থাপন করেছি। নেত্রীর নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ের দিকে খেয়াল রেখে আড়ম্বর পরিহার করার কথাও বলেছি।' এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্টত্মারিত দিক নির্দেশনা দেবে বলে জানান তিনি। ছাত্রলীগের সভাপতি জয় বলেন, আজ সোমবার সকালে সম্মেলন প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।
মন্তব্য করুন