- রাজধানী
- ঢাকা-কলম্বো মেরিটাইম সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ
ঢাকা-কলম্বো মেরিটাইম সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নৌযোগাযোগ বৃদ্ধি ও মেরিটাইম সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উভয় দেশ প্রতিবছর সচিব পর্যায়ের সভা করবে। বুধবার সচিবালয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শ্রীলঙ্কার সফররত পররাষ্ট্রমন্ত্রী এমইউএম আলি সাবরি নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
খালিদ মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বাংলাদেশ পক্ষ সব দপ্তর বা সংস্থা ও সংশ্নিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করে এবং তাদের কাছ থেকে প্রাপ্ত মতামত ও ইনপুট পর্যালোচনা করেছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সংশ্নিষ্ট আইন এবং বিধিবিধান পর্যালোচনা শেষে শ্রীলঙ্কা পক্ষকে শিগগিরই জানানো হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল এবং ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার অধ্যাপক সাধার্শন সেনেভিরত্নে।
মন্তব্য করুন