- রাজধানী
- ছাত্রদল সভাপতি-সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ছাত্রদল সভাপতি-সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ছাত্রদল ঢাবি শাখার বিক্ষোভ মিছিল - সমকাল
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে বকশীবাজারের মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলে সিনিয়র যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, সহসভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হামলার সঙ্গে ক্ষমতাসীন দল জড়িত দাবি করে আরিফুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, মিথ্যা মামলা, হামলা, গ্রেপ্তার করে ছাত্রদলকে তাদের আন্দোলন থেকে দমিয়ে রাখা যাবে না। এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রসঙ্গত, বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে গত ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক। ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তারা দু’জন এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।
মন্তব্য করুন