ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আইটেক এক্সপো আইইউবিএটি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এশিয়ার সর্বোবৃহৎ টেক-ইভেন্টে ‘টেকফেস্ট আইআইটি বোম্বে, ইন্ডিয়া’র অংশ হিসেবে গত ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয় টেক-ইভেন্ট ‘এস্টোনাফা অ্যান্ড রিলায়েন্ট প্রেজেন্টস আইটেক এক্সপো আইইউবিএটি’। অনুষ্ঠানে বিজয়ী ছয়টি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক অনুষ্ঠানে।

শনিবার আইইউবিএটি'র উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আলআমিন শিকদার সোয়েব এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত দুইদিনব্যাপী এই ইভেন্টে ৪০টি বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ৫০০-্এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইভেন্টটির ছয়টি সেগমেন্টের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল রোবোওয়ার বাংলাদেশ জোনাল, সকার বোট চ্যাম্পিয়নশিপ, লাইন ফলোয়ার রোবট চ্যালেঞ্জ, রোবো রেসিং চ্যাম্পিয়নশিপ, প্রোজেক্ট প্রদর্শনী ইত্যাদি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব সেগমেন্ট বিজয়ীরা সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকার প্রাইজমানি পুরস্কার হিসেবে অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল আবেদিন, প্রফেসর ড. মোহাম্মাদ জাকির হোসেন, এবং বিএনসিসি রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস্টোনাফা ইঞ্জিনিয়ারিং লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক নাফিস রহমান, রিলায়েন্ট এনার্জি এন্ড সেফটি টেকনলজি লিমিটেডের এমডি সামিউল ইসলাম চৌধুরি, জোহরা ফেব্রিক্সের কর্ণধার জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মনিরুল ইসলাম।

বিষয় : আইইউবিএটি আইটেক এক্সপো আইইউবিএটি-২০২২

মন্তব্য করুন