- রাজধানী
- প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ জরুরি, মতবিনিময় সভায় বক্তারা
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ জরুরি, মতবিনিময় সভায় বক্তারা

ছবি: সমকাল
রাজধানীতে এক মতবিনিময় সভায় বিশিষ্টজনেরা প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় একীভূত করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাঁরা বলেছেন, কর্মজীবনে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সাধারণ মানুষের মতো ভূমিকা রাখতে পারে, সে পদক্ষেপ নিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে ফেলে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। তাই সব উন্নয়ন ও পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্তকরণ করতে হবে।
সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাকের ইন মিলনায়তনে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় একীভূতকরণে করণীয়’ শীর্ষক সভার আয়োজন করে ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই বিশেষ জনগোষ্ঠীকে মূলধারায় একীভূত করার আন্তরিক প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে কাজ করে যাচ্ছে সরকার।’
ডিআরআরএ’র উপদেষ্টা স্বপ্না রেজার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য শবনম জাহান শীলা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন খান, ডিএএইচডব্লিউর উপদেষ্টা সুসান হোফনার, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান, প্রতিবন্ধী হাবিবুর রহমান ও দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী নূর জাহান বেগম।
মন্তব্য করুন