- রাজধানী
- তামাক সেবন বন্ধে ছয় দফা দাবি
তামাক সেবন বন্ধে ছয় দফা দাবি

তামাক সেবন বন্ধে ছয় দফা দাবি জানানো হয়েছে। তামাক বিরোধী সংগঠন উন্নয়ন সমন্বয়ের আয়োজনে 'তামাক বিরোধী সমসাময়িক আন্দোলন ও নাগরিক ভাবনা' শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছয় দফা দাবিগুলো হলো- ধূমপানের নির্ধারিত স্থান বাতিল, বিক্রয়স্থলে তামাক পণ্যের প্রদর্শনী বন্ধ, তামাক কোম্পানির সিএসআর নিষিদ্ধ, সচিত্র সতর্ক বার্তার আকার বৃদ্ধি, সিঙ্গেল স্টিক সিগারেট/বিড়ি বিক্রয় বন্ধ, ই-সিগারেট নিষিদ্ধ।
সভায় রাজশাহী ২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, জেলখানায় তামাক সরবারহ বন্ধ করতে হবে। এটা তামাকের প্রসারে মারাত্মক একটা হুমকি।
সভায় জনপ্রিয় নাট্য অভিনেতা আবুল হায়াত বলেন, বর্তমানে নাটক সিনেমায় সিগারেটের দৃশ্য দেখানোর বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলছে। আমার পরিচালিত কোন নাটকেই আমি এরকম কোন দৃশ্য রাখি নি। শুধু আইন নয়, সবাইকে আবেগ ও অনুভূতি দিয়ে মনস্তাত্ত্বিকভাবে শোধরাতে হবে।
সড়ক আন্দোলন বিষয়ক সংগঠন নিরাপদ 'সড়ক চাই' এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, শুধু আইন দিয়ে তামাকের সমস্যা সমাধান সম্ভব নয়। সচেতনতা দিয়ে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। নির্বাচনের সময় প্রতিনিধিরা ভোটারদের খুশি করতে মাদক সংক্রান্ত দ্রব্য বিলিয়ে থাকেন। এদিকটায় নজর রাখতে হবে। পরিবার ও সমাজের নেতৃত্বে স্বচ্ছতা আনতে হবে। স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে নীতি নৈতিকতা দ্বারা শুদ্ধাচার চর্চা করতে হবে।
পটুয়াখালি-৩ আসনের সংসদ সদস্য, এস এম শাহজাদা বলেন, আইনের বাস্তবায়নেত পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা জরুরি। গ্রামে দোকানে দোকানে টেলিভিশন দেখার নামে তামাকের প্রসার বেড়ে যায়।
৭১ টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত কে সিনহা বলেন, যারা লাইসেন্স ছাড়া তামাক দ্রব্যাদি বিক্রয় করে তাদের দিকে নজর দিতে হবে।একজন রিকশাওয়ালাকেও অনুমোদন নিয়ে রিকশা চালাতে হয়। সেখানে একজন তামাক বিক্রেতার বেপরোয়াভাবে তামাক বিক্রি দুঃখজনক ব্যাপার। অনেকেই তামাক শিল্প বন্ধ হলে কর্মসংস্থান হারানোর শঙ্কা করছেন। এটি একটি ভ্রান্ত ধারণা।
উন্নয়ন সমন্বের সভাপতি ও বাংলাদের ব্যাংক এর সাবেক গর্ভনত ড. আতিউর রহমান সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক জাতীয় দলের ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।
মন্তব্য করুন