দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবাররিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, খানাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম, অধ্যক্ষ সি.এম সাইফুর রহমান, লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কালিম মাহমুদ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সমকালের ব্যুরো কার্যালয়ের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী, পটুয়াখালী প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন, কলাপাড়া প্রতিনিধি এসএম মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে সমকালের কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। 

খান এ রাজ্জাক কুয়াকাটার খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন। এছাড়া কুয়াকাটা প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

খান এ রাজ্জাকের স্ত্রী মোসা. সুরাইয়া বেগম লতাচাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাদের দুই সন্তানের মধ্যে বড় ছেলে রুবায়েত খান শাকিব (১৪) লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে এবং ছোট ছেলে রাইয়ান খান সিয়াম (১০) স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

তার মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মুহিব গভীর শোক প্রকাশ করে খান এ রাজ্জাকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের আত্মায় শান্তি কামনা করেছেন। এদিকে শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের সাপ্তাহিক সভায় খান এ রাজ্জাকের আত্মার শান্ত্মি কামনা করে দোয়া করা হয়।