- রাজধানী
- বীর মুক্তিযোদ্ধা ডা. মালেকের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা ডা. মালেকের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ডা. এস এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা সভা।
বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু পরিষদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিটের আয়োজনে রাজধানীর এলিফ্যান্ট রোডে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মালেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ডা. মালেক বঙ্গবন্ধু পরিষদকে সুসংগঠিত করে আজ এ অবস্থানে এনেছেন। সংগঠনকে দেশ ও জাতির কাছে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
আরও বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য সংগীত শিল্পী মনোরঞ্জন ঘোষাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিটের সভাপতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বঙ্গবন্ধু পরিষদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিটের সাধারণ সম্পাদক বাবলু সরকার।
মন্তব্য করুন