রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার সকাল থেকে মূল সড়ক আবারও বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তার আশপাশে সব অলিগলিতেও ব্যারিকেড রয়েছে।

এমন অবস্থার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছেন। কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। মাঝে মধ্যে পুলিশ তাদেরকে ধাওয়া করলেও তারা আবার জড়ো হচ্ছেন এবং বিক্ষোভ করছেন।

রাস্তার অলিগলি দিয়েও মাঝে মধ্যে স্লোগান তুলেছেন নেতাকর্মীরা।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই মূলত এলাকাটি পুলিশের দখলে রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক অংশ খুলে দেওয়া হলেও আজ শুক্রবার তা বন্ধ করে দেওয়া হয়েছে।