ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল। আগামীকাল ঢাকায় গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে কথা বলতে ডিএমপিতে যাচ্ছেন তারা।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবে দুই সদস্যের প্রতিনিধিদল। বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রতিনিধি দলে থাকবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে যায়। সেখানে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা। পুলিশ সেসময় তাদেরকে মিরপুর বাঙলা কলেজের প্রস্তাব দেয়। বিএনপি নেতারা জানান, দুটি জায়গা পরিদর্শনের পর যেটি তাদের পছন্দ হবে সেখানে তারা সমাবেশ করবেন। পরে রাতে বিএনপি নেতারা দুটি মাঠ পরিদর্শনও করেন। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি নেতারা শাহজাহানপুরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে বৈঠকে বসেন। পরে আজ শুক্রবার সকালে অবশ্য পুলিশ জানায়, কমলাপুর স্টেডিয়ামে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না। মিরপুরে সরকারি বাঙলা কলেজে অনুমতি দেওয়ার কথা ভাবছে পুলিশ।