- রাজধানী
- চ্যানেল টোয়েন্টিফোরের 'সার্চলাইট' ও তিন সাংবাদিক পেলেন টিআইবি পুরস্কার
অনুসন্ধানী সাংবাদিকতা
চ্যানেল টোয়েন্টিফোরের 'সার্চলাইট' ও তিন সাংবাদিক পেলেন টিআইবি পুরস্কার

স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর নামে নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কানাডায় কেনা বিলাসবহুল বাড়ি এবং দেশেও বিপুল সম্পদ গড়ার তথ্য নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের সার্চলাইটে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন 'জান্নাতী প্যালেস' এ বছরের টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল্লাহ আল ইমরানের করা প্রতিবেদনটি গত বছর ২৯ মে 'স্ত্রীর নামে কানাডায় বাড়ি কিনেছেন এমপি শিমুল' শিরোনামে দৈনিক সমকালেও প্রকাশিত হয়।
সার্চলাইট ছাড়াও এ বছর টিআইবির পুরস্কার পেয়েছেন জাতীয় পত্রিকা ক্যাটাগরিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আসাদুজ্জামান, টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টিভির অনুসন্ধানী সেলের প্রধান অপূর্ব আলাউদ্দিন ও আঞ্চলিক ক্যাটাগরিতে খুলনার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক আবুল হাসান হিমালয়। পুরস্কার হিসেবে সম্মাননাপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। 'সাইবার অপরাধ' শিরোনামে তিন পর্বের প্রতিবেদনের জন্য আসাদুজ্জামানকে, 'নিলামে মহাসড়ক' ও 'মহাসড়ক উদ্ধারে তোড়জোড় : মাঠে নামছে তদন্ত কমিটি' শিরোনামে দুই পর্বের জন্য অপূর্ব আলাউদ্দিন এবং 'খুলনা ওয়াসার প্রকল্প নিয়ে অনুসন্ধান' শিরোনামে চার পর্বের প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন আবুল হাসান হিমালয়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে 'দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা :পরিপ্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় সভায় ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই- অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু, বৈশাখী টেলিভিশনের প্লানিং কনসালট্যান্ট জুলফিকার আলী মানিক, টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা পরামর্শক অধ্যাপক সুমাইয়া খায়ের, গেল্গাবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের মিরাজ আহমেদ চৌধুরী, টিআইবির পরিচালক শেখ মঞ্জুর-ই আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতেখারুজ্জামান বলেন, 'সব দেশেই দুর্নীতি হয়। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে এটি বেশি হয়। একটি দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা, অভিযুক্তদের জবাবদিহিতার পাশাপাশি সমাজকে রুখে দাঁড়াতে হবে। আর এগুলো নিশ্চিত করবে রাষ্ট্র। তবেই দেশ এগিয়ে যাবে।'
জুলফিকার আলী মানিক বলেন, 'বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে ভীতিকর অনুভূতি ক্রমেই বাড়ছে। ডিজিটাল নিরাপত্তা আইন এ ভীতি বাড়াতে বড় ভূমিকা রাখছে। তবুও লড়াই করে সাংবাদিকতা করতে হবে। দক্ষতার পাশাপাশি সাহস বাড়াতে হবে। আর সাহস বাড়াতে প্রয়োজন সৎ সাংবাদিকতা।'
মন্তব্য করুন