রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। এতে এ বছর বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, তুরস্কসহ বিশ্বের ১১৪ দেশের ৪৯৩ জন শিল্পীর ৬৪৯টি শিল্পকর্ম প্রদর্শন হচ্ছে।

এর মধ্যে বাংলাদেশের ১৪৯ জন শিল্পীর ১৫৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে। গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

সমকালীন শিল্পকলাকে প্রদর্শনীর মাধ্যমে শিল্পপ্রেমী দর্শক ও সংগ্রাহকদের কাছে সুপরিচিত করে তোলার লক্ষ্যে ১৯৮১ সালে দ্বিবার্ষিক ভিত্তিতে এই আন্তর্জাতিক চারুকলা উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এশিয়া মহাদেশের প্রাচীনতম মর্যাদাপূর্ণ এই উৎসব চার দশক ধরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমি আয়োজন করে আসছে।
প্রদর্শনীতে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্প (চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনাশিল্প ও নতুন মাধ্যমের শিল্পকর্ম) প্রদর্শিত হয়ে থাকে। দেশি-বিদেশি চারুশিল্পীরা এসব শিল্পকর্মের মাধ্যমে তাঁদের চিন্তাভাবনা দর্শকদের সামনে তুলে ধরেন।