প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে ছয় সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়।

দুটি ক্যাটাগরির মধ্যে প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন প্রথম পুরস্কার, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামিল দ্বিতীয় পুরস্কার ও প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম তৃতীয় পুরস্কার পেয়েছেন।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী ফরিদ আহমেদকে প্রথম পুরস্কার, ৭১ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেনকে দ্বিতীয় পুরস্কার ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান শ্রাবণকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক, কমিশনার (তদন্ত) জহুরুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন দুদক সচিব মাহবুব হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এর জুরি বোর্ডের চেয়ারম্যান বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম ও ডিবিসি টেলিভিশনের সম্পাদক জায়েদুল আহসান উপস্থিত ছিলেন।