- রাজধানী
- 'সাংবাদিকদের নিরাপত্তা' নিয়ে বিসিআরএ’র কর্মশালা
'সাংবাদিকদের নিরাপত্তা' নিয়ে বিসিআরএ’র কর্মশালা
-samakal-639368fd8a719.jpg)
ডেইলি স্টার ভবন মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয় - সমকাল
দেশের ১৯টি কমিউনিটি রেডিও, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অংশীজন ও কর্মীদের নিয়ে পাঁচদিনব্যাপী ‘সাংবাদিকদের নিরাপত্তা, রেডিও সাংবাদিকতা ও ব্রডকাস্ট সাংবাদিকতার কলাকৌশল নিয়ে জাতিসংঘের কর্মপরিকল্পনা' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।
জাতিসংঘের সামাজিক উন্নয়ন সংস্থা ইউনেস্কো এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) যৌথ উদ্যোগে গত ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ডেইলি স্টার ভবনের মিলনায়তনে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিআরএর সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন বিসিআরএর ফোকাল সঙ্গিতা ঘোষ। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মজিবুর রহমান, ইউনেস্কো ঢাকা অফিসের প্রজেক্ট অফিসার (যোগাযোগ ও তথ্য) নূরে জান্নাত প্রমা, বিসিআরএর কোষাধ্যক্ষ এবং রেডিও বিক্রমপুরের চেয়ারপারসন আরিফ শিকদার, আমেরিকেয়ারস এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও রেডিও নাফের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবিএম আমরুল আহসান, রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটারের প্রোগ্রাম ম্যানেজার মো. আজিজুর রহমান বক্তব্য দেন।
কর্মশালায় ক্লাস নেন কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়ার সাবেক পরিচালক এবং ভারতের এপিজেয় সত্য ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. শ্রীধার রামমুর্তি, যোগাযোগ বিশেষজ্ঞ পিলিপ ভিক্টর, ড. এস এম শামীম রেজা, গবেষক ও যোগাযোগ বিশেষজ্ঞ ফাইজুল করিম, রিফাত মুনিম।
এর আগে গত ৫ ডিসেম্বর কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ইউনেস্কোর সংস্কৃতি প্রোগ্রামের অফিসার কিজি তাহনিন, ইউনেস্কোর পরামর্শক সাংবাদিক রিফাত মুনিম।
মন্তব্য করুন