- রাজধানী
- রাজধানীর বিভিন্ন স্থানে আ. লীগ-ছাত্রলীগের অবস্থান
রাজধানীর বিভিন্ন স্থানে আ. লীগ-ছাত্রলীগের অবস্থান

রাজধানীর বাঙলা কলেজের সামনে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি-সমকাল
ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শহরের অলিতে-গলিতে, সংযোগ সড়কের মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সংঘবদ্ধভাবে অবস্থান করতে দেখা গেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে। শনিবার সকাল থেকেও একইভাবে অবস্থান নেওয়ার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল এবং সতর্ক থাকা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতারা জানিয়েছেন, প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও একই নির্দেশনা রয়েছে। এ ছাড়া ঢাকার বাইরেও নেতকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এছাড়া ছাত্রলীগ হকিস্টিক নিয়ে মহড়া দিচ্ছে। অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আবদুল্লাহপুরে পাহারা বসিয়ে সমাবেশ করছে উত্তরা ও তুরাগ থানা আওয়ামী লীগ।

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা বলছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র রাজপথে সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। সে অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থানে সক্রিয় ছিলেন তাদের নেতাকর্মীরা। আজও একইভাবে রাজপথে থাকবেন তারা।
বিএনপির নেতাকর্মীরা সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানান তারা।
মন্তব্য করুন