- রাজধানী
- মোগলটুলী উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র তাপস
মোগলটুলী উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র তাপস

ফলক উন্মোচন করছেন মেয়র তাপস। ছবি-ফোকাস বাংলা
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ে ৪ কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ভবন বানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, ওই এলাকায় শিক্ষার জাগরণে মোগলটুলী উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেয়র তাপস বলেন, 'এই পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় জরাজীর্ণ অবস্থায় ছিল। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে চারতলা ভবন করে দেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যেই নতুন ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হবে। অত্যন্ত সুন্দর পরিবেশে ছেলে-মেয়েরা পাঠ গ্রহণ করতে পারবে। ৩৫ নম্বর ওয়ার্ডসহ অত্র এলাকার শিক্ষার জাগরণে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। আগামী বছর থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হবে।
এ সময় সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামানসহ স্থানীয় কাউন্সিলর ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন