রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরান ঢাকার আলুবাজার এলাকায় পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকেল ৫টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শাহজাহান সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণ এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা জানানো সম্ভব হবে।