- রাজধানী
- নিষিদ্ধ ভিডিও লাইভের ফাঁদে ৩০ কোটি টাকা হাতিয়েছেন সানি
নিষিদ্ধ ভিডিও লাইভের ফাঁদে ৩০ কোটি টাকা হাতিয়েছেন সানি
চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ৬ সদস্য। ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক ভিডিও লাইভ প্ল্যাটফর্ম 'টপ ক্লাস এন্টারটেইনমেন্ট'-এর মোবাইল অ্যাপ্লিকেশন 'ড্রিম লাইভ' পরিচালনা করে আসছিলেন আবু মুসা ইমরান আহমেদ সানি। তিনি সারাদেশে ১২০টির বেশি এজেন্সির মাধ্যমে নিষিদ্ধ ভিডিও লাইভ স্ট্রিমিং করতেন। সহযোগীদের সহায়তায় দেশে অবৈধ ভার্চুয়াল ডায়মন্ড ও ভার্চুয়াল গেম কয়েনের ই-ট্রানজেকশনের মাধ্যমে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। তাঁর ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে তিন মাসে প্রায় ৩০ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।
অনলাইনে নিষিদ্ধ ভিডিও স্ট্রিমিংয়ে জড়িত চক্রের প্রধান সানি ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার পুলিশ এসব তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেপ্তার অপর পাঁচজন হলেন- আবু শামা, ফাতেমা আক্তার, শায়লা আক্তার, শাহ আরমান ও সেলিম। অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল, ১৭টি সিমকার্ড, দু'টি ল্যাপটপ এবং বিভিন্ন ব্যাংকের চেকবই, ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, সরকারের কঠোর পদক্ষেপের ফলে অনেক পর্ন সাইট বন্ধ হলেও সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন কৌশল হিসেবে তারা অনলাইনে পর্ন ভিডিও স্ট্রিমিং করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করে আসছিল।
তিনি আরও জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সাইবার টহলের মাধ্যমে তাদের অনৈতিক কর্মকান্ড সম্পর্কে জানতে পারে। পরে ব্যাপক অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্নেষণ করে চক্রের মূলহোতাসহ তার সহযোগীকে শনাক্ত করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানি ও তার সহযোগীরা অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন