গ্লোবাল ফিনডেক্সের তথ্য অনুযায়ী, আর্থিক পরিষেবাসংক্রান্ত বিষয়ে নারী ও পুরুষের যে ব্যবধান ছিল, গত এক দশকে তা প্রথমবারের মতো ৪ শতাংশে নেমে এসেছে। উন্নয়নশীল দেশগুলোতে এ ব্যবধান ৬ শতাংশের কিছুটা বেশি। সেখানে দেখা গেছে, ৭৪ শতাংশ পুরুষের বিপরীতে ৬৮ শতাংশ নারীর একটি অ্যাকাউন্ট রয়েছে।

বুধবার বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট রিসার্চ গ্রুপ এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) সম্মিলিতভাবে 'এক্সপ্যান্ডিং উইমেন'স ফিন্যান্সিয়াল ইনক্লুশন :গ্লোবাল ইমপ্লিকেশনস অব দ্য ফিনডেক্স জেন্ডার নোট ২০২১' শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে। এতে বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট রিসার্চ গ্রুপের মুখ্য অর্থনীতিবিদ এবং গ্লোবাল ফিনডেক্সের প্রতিষ্ঠাতা লিওরা ক্ল্যাপার ফিনডেক্স, জেন্ডার নোট ২০২১-এর বৈশ্বিক ফল তুলে ধরেন। শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের পাশাপাশি ওয়েবিনারে আর্থিক পরিষেবা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের ব্যক্তিরাও অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন।

উইমেন'স ওয়ার্ল্ড ব্যাংকিংয়ের প্রেসিডেন্ট ও সিইও ম্যারি অ্যালেন ইসকেন্ডেরিয়ান উদ্বোধনী বক্তব্যে বলেন, এখন আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত নারীর সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। নারীদের এক্ষেত্রে ধরে রাখতে এবং অংশগ্রহণের হার বাড়াতে প্রয়োজনীয় প্রণোদনা দিতে হবে।
বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট রিসার্চ গ্রুপের মুখ্য অর্থনীতিবিদ ও গ্লোবাল ফিনডেক্সের প্রতিষ্ঠাতা লিওরা ক্ল্যাপার জানান, উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তি প্রয়োজন। নারীদের সঞ্চয়ে উৎসাহিত করতে হবে। তখন তারা নিজেরাই ডিজিটাল লেনদেনে সক্ষম হবে।
ওয়েবিনারে বিআইজিডি'র উই-ডিফাইন-এর অন্তর্ভুক্ত কিছু গবেষণা তুলে ধরা হয়। ইউনিভার্সিটি অব কেন্ট, ক্যান্টারবেরি থেকে জাকি ওয়াহহাজ, আফ্রিকান পপুলেশন অ্যান্ড হেলথ রিসার্চ সেন্টারের ক্যারোলিন ওয়াইনানা, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল থেকে মুন্সি সুলাইমান, বিআইজিডি থেকে লোপিতা হক এবং বিশ্বব্যাংকের জেভিয়ার জিনি ওয়েবিনারে কথা বলেন। এ সময় বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতে কীভাবে এমএফএস প্রতিষ্ঠানগুলো নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে সে বিষয়ে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মনিরুল ইসলাম আলোকপাত করেন। এ ছাড়া এমসিটি ফিন্যান্সিয়াল সেক্টর রিজিওনাল ইন্ডাস্ট্রি হেড মোমিনা আইজাজউদ্দিন ও বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বক্তব্য দেন।