রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ইভা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে শিশুটির সঙ্গে থাকা তার দাদী মমতাজ বেগমও গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সিকদার মহিতুল আলম সমকালকে বলেন, কোন পরিবহনের বাস এই দুর্ঘটনায় দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাস্তা পারাপারের সময় শিশুসহ দু'জন দুটি বাসের মাঝে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ দেখে বাস শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় মমতাজ বেগমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। আর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, যাত্রাবাড়ীতে পরিবারের সঙ্গে থাকত ছোট্ট ইভা। তার বাবার নাম ইব্রাহিম হোসেন। সে ছিল তার মা-বাবার একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলায়।

আহত মমতাজ বেগমের মেয়ে সুফিয়া আক্তার জানান, পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকার পাঁচ নম্বর গলির বাসায় থাকেন তারা। আজ পরিবারের সবাই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।