রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব ইমামনগর এলাকার একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছে। এতে ২ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ২ জন হলেন— হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, স্ত্রীসহ তিনি মিরপুর ১৩ নম্বরে নিজেদের টিনশেড বাড়িটিতে থাকেন। আর আরিয়ান তাদের বাসায় ভাড়া থাকে। সে বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে। রাতে সালাম অন্য বাসায় ছিলেন। ভোরবেলা খবর পান বাসায় অগ্নিকাণ্ডে তার স্ত্রী ও আরিয়ান দগ্ধ হয়েছে। তখন তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন জানান, হাজেরার শরীরের ৫০ শতাংশ ও আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ২ জনের অবস্থাই আশঙ্কাজনক।

মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাবুদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার আগেই আগুন নিভে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে এসি বিস্ফোরণ ঘটে।