রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার কাশবন থেকে মো. মোস্তফা (৩৬) নামে এক অটোরিকশা চালকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলা কেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাঁর অটোরিকশাটি খোয়া গেছে। শনিবার দুপুরে লাশ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা চালক মোস্তফাকে গলা কেটে হত্যা করতে পারে। পরে লাশ কাশবনের মধ্যে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দক্ষিণখান থানার সরদারপাড়ায় প্রায় ১২ বছর বাস করেন মোস্তফা। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। দক্ষিণখান এলাকায় অটোরিকশা চালাতেন তিনি। গত ৭ ডিসেম্বর বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। স্বজনরা খোঁজ করে সন্ধান না পেয়ে দক্ষিণখান থানায় জিডি করেন।
গতকাল বেলা ১১টার দিকে আশকোনা এলাকার একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের খালি প্লটের কাশবনের মধ্যে থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয় কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে গলাকাটা গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মাথা ও শরীর ১০ গজ দূরে পড়েছিল। প্রথমে লাশটি অজ্ঞাত ছিল। পরে স্বজনরা শনাক্ত করেন। কোমরের অংশ, দুই হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক সমকালকে বলেন, ছিনতাইয়ের বিষয়টিসহ সম্ভাব্য সব কারণ মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।