বিদেশগামীদের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে এ সেবা পেতে হলে আগ্রহীকে নির্দিষ্ট ফরমে আবেদন ও ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। শনিবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোনো বাংলাদেশি ছয় মাসের বেশি সময় বিদেশে অবস্থানের পর নিজ দেশে ফিরে আবারও সেই দেশ বা অন্য কোনো দেশে যেতে চাইলে তাঁর দুই হাতের আঙুলের ছাপ সংশ্নিষ্ট দেশের দূতাবাসে জমা দিতে হয়। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা সংস্থা এ ছাপ নেওয়ার কাজটি করে থাকে। অন্যান্য সংস্থার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের এ কাজ করছে সিআইডিও। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অনেক আগে থেকেই এ সেবা দিয়ে আসছে সিআইডি। তবে অনেক সেবাপ্রার্থী এখনও বিষয়টি জানেন না। তাই সবাইকে জানাতে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

বিদেশে যেতে ইচ্ছুকদের প্রয়োজন সাপেক্ষে ১০ আঙুলের ছাপ গ্রহণের বিষয়ে সিআইডির অতিরিক্ত আইজিপির কাছে আবেদন করতে হয়। আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের অফিস থেকে পাওয়া নাগরিকত্ব সনদপত্র ও প্রতি সেট আঙুলের ছাপের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন ১-এর অর্থনৈতিক কোড নম্বর ১-২২০১-০০০১-২৬৮১-এর অনুকূলে ৫০০ টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় চালানমূলে জমা দিয়ে সেটির কপি যুক্ত করতে হয়। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নের প্রয়োজন হলে প্রতি সেটের (আঙুলের ছাপ) জন্য অতিরিক্ত আরও ২০০ টাকা আলাদাভাবে চালানে জমা দিয়ে চালানের কপি মন্ত্রণালয়ে জমা দিতে হয়। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখা এ আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনকারীর দুই হাতের ছাপ নিয়ে চাহিদা অনুযায়ী নাগরিক অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেয়।