ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য প্রীতম দাশের মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে 'প্রীতম দাশের বন্ধুরা' ব্যানারে এ সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, প্রীতমকে অন্যায়ভাবে ৯৯ দিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। তাঁকে অনতিবিলম্বে মুক্তি দেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনের মতো মানবাধিকার বিবর্জিত আইন বাতিল করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, লেখক ও সম্পাদক রাখাল রাহা, অ্যাক্টিভিস্ট ও গবেষক মাহতাব উদ্দিন আহমেদ, অ্যাক্টিভিস্ট মিজানুর রহমান, আইনজীবী হাসনাত কাইয়ুম, আবৃত্তিশিল্পী মিজান সুমন, মাদল ব্যান্ডের লিড ভোকালিস্ট শ্যাম সাগর মানকিন, চিকিৎসক হারুন-উর-রশীদ, কর্মী বাকি বিল্লাহ, কবি রহমান মফিজ, কবি সৈকত আমীন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম চৌধুরী।