- রাজধানী
- বাহাদুর শাহ পার্কে স্থায়ী ক্যান্টিন উদ্বোধন, স্থানীয়দের ক্ষোভ
বাহাদুর শাহ পার্কে স্থায়ী ক্যান্টিন উদ্বোধন, স্থানীয়দের ক্ষোভ

স্থানীয়দের বিক্ষোভ মিছিল
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে স্থায়ী ক্যান্টিন নির্মাণ বন্ধের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তাদের আপত্তির মুখেই আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ক্যান্টিনটি উদ্বোধন করেন। এ খবরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনসাধারণ ও বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
বাহাদুর শাহ পার্কে স্থায়ী ক্যান্টিন উদ্বোধনের প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১১টায় পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ মিছিল করেন। তবে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়।
মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরামবাগ হোটেলের সামনে থেকে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল কলেজের গেটে আসলে পুলিশ মিছিলে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। এসময় বক্তারা পার্কের মধ্যে ক্যান্টিন নির্মাণকে অবিবেচনা প্রসূত, অযৌক্তিক, অপরিণামদর্শী ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।
বিক্ষোভ সমাবেশে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান খান বলেন, বাহাদুর শাহ পার্কে রেস্তোঁরার চুলা জ্বালিয়ে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, শহীদ বেদির মর্যাদা হানি রক্ষা করা সকল সচেতন নাগরিকের দায়িত্ব। এই পার্কটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও লক্ষাধিক ছাত্রছাত্রীসহ এলাকার জনগণের শরীর চর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমের স্থান। এটি শুধু পার্ক নয়। ১৮৫৭ সালের ব্রিটিশবিরোধী সিপাহী জনতার সংগ্রামে শহীদদে বেদী। ঐতিহাসিক পার্কটি রক্ষা করা সকল দেশপ্রেমিক জনতার নৈতিক দায়িত্ব।
এর আগে স্থানীয় কাউন্সিলরদের (৩৬,৩৭, ৪২, ৪৩ নং ওয়ার্ড) মাধ্যমে মেয়রকে, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পদ কর্মকর্তার কাছে গণস্বাক্ষরের ফটোকপিসহ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। পরবর্তীতে মেয়র তাদেরকে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
চলতি বছরের নভেম্বরে পার্কের ভেতরে ক্যান্টিন নির্মাণের কাজ শুরু হয়। প্রথমে একটি অস্থায়ী ফুড ভ্যান নির্মাণের কথা থাকলেও পরে স্থায়ী ক্যান্টিন নির্মিত হয়। স্থায়ী ক্যান্টিন নির্মাণে শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রবেশদ্বার ও রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকার মানুষের প্রশান্তির জায়গা বাহাদুর শাহ পার্ক। যেখানে ঢাকায় পর্যাপ্ত মাঠ, পার্ক, বিনোদন কেন্দ্রের অভাব; সেখানে প্রাচীনতম এ পার্কের ভেতরে খাবারের দোকান নির্মাণ করা ঠিক হয়নি ।
কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী বলেন, এভাবে চলতে থাকলে পার্কটি ঐতিহ্য হারিয়ে বাণিজ্যিক হয়ে যাবে। আজ খাবারের দোকান, কাল পার্কে প্রবেশ ফি যুক্ত হবে। পরবর্তীতে এখানে আরও ছোট ছোট টি-স্টল বসবে। এভাবেই একসময় বাহাদুর শাহ পার্ক ঐতিহ্য হারাবে।
মন্তব্য করুন