জামালপুর থেকে বাবা-মায়ের সঙ্গে মামার বিয়েতে এসেছিল শিশু রাদিয়া। কিন্তু নানা বাড়িতে পৌঁছানোর আগেই অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে ৮ বছরের রাদিয়া।

আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাদিয়া জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে রাদিয়ার মামার বিয়ের অনুষ্ঠান। মামার বিয়েতে অংশ নিতে জামালপুর থেকে আজ সকালে বাবা-মায়ের সঙ্গে উদাখালীর বোচার বাজার এলাকায় নানা ইনসুর আলীর বাড়িতে আসে রাদিয়া। বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উদাখালী ইউনিয়নের ইউপি সদস্য মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু রাদিয়ার মৃত্যুর খবরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে।