ঝিঙুরের ঝাঁকের বসন্তবরণ উৎসব

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:০৮
মাঘের হিমের বুকের তলে আধফোটা হয়ে আছে ফাগুনের ফুল। শিরশিরে হিম হাওয়া ক্রমশই হয়ে উঠছে ফুরফুরে ওম। শীতঝরা হাজার প্রাণে কচিকুশি হেসে উঠেছে পুনর্বার। মাঘের সাঁঝও গেয়ে উঠছে বিদায়ের গান। বসন্ত এসে গেছে! এই নবাগত বসন্তকে বরণ করতেই মুখিয়ে আছে ঝিঙুরের ঝাঁক।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) গোধূলি থেকে সাঁঝরাত পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে নিয়মিত এই নান্দনিক উৎসব।
চেনা এই শব্দশহরের প্রাণকেন্দ্রেও একটুখানি চুপচাপের আড়াল আছে এই মায়া আঙিনায়। সাঁঝের মিষ্টি আঁধার যখন মাটি পাতা বাতাস ছোঁবে, তখন আবৃত্তি, ভালোবাসার গান আর প্রাণ খোলা আড্ডা হবে। স্থান- সংস্কৃতি বিকাশ কেন্দ্র। মোতালেব প্লাজার পেছনে, পরীবাগ মাজারের গলির শেষে হাতের বাঁয়ে শেষ বাড়িটা।
সবার জন্যই প্রবেশ অবাধ ও উন্মুক্ত। দারুণ এই আনন্দক্ষণ শুরু হবে বুধবার বিকেল ঠিক তিনটায়।