ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কারাগার থেকে বেরিয়ে ‘মামা পার্টি’ গড়ে তোলে শাহীন

কারাগার থেকে বেরিয়ে ‘মামা পার্টি’ গড়ে তোলে শাহীন

গ্রেপ্তার ‘মামা পার্টির’ সদস্যরা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:২৯

শাহীন রানা তজ্জম ওরফে শাহীন। ‘মামা পার্টি’ চক্রের দলনেতা। ২০০০ সালে প্রথম চুরির মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ বছর কারাভোগ করে। এর পর থেকে বেপরোয়া। একের পর এক অপরাধে জড়িয়েছে শাহীন। গড়ে তুলেছে ১০-১২ জনের একটি গ্রুপ– নাম ‘মামা পার্টি’। ঢাকা ও আশপাশে ছিনতাই, ডাকাতি ও মলম পার্টির দলনেতা এই শাহীন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে পাঁচটি। শাহীন রানা সম্পর্কে এই তথ্য দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার রাতে রাজধানীর শনির আখড়া থেকে শাহীনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার, হাতকড়া, চেতনানাশক ওষুধ, সুইচগিয়ার চাকু, ক্ষুর, ১১টি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা উদ্ধার হয়। 

গ্রেপ্তার অন্যরা হলো– চক্রের গাড়িচালক মফিজুল ইসলাম মিয়া, সহযোগী সাগর ওরফে হাবিবুর রহমান শেখ হাবিব, ফারুক আহমদ ওরফে মিয়া ও আবুল কালাম। মফিজুলের নামে তিনটি, হাবিবুরের নামে চারটি, ফারুকের নামে দুটি এবং আবুল কালামের নামে একটি মামলা রয়েছে। 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন। তিনি বলেন, ‘ভাড়া করা গাড়িতে যাত্রী সেজে বসে থেকে পথে পথে লোক তুলত চক্রের সদস্যরা। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অথবা চেতনানাশক ওষুধ দিয়ে তাদের সর্বস্ব লুটে নিত।’

তিনি জানান, গ্রেপ্তার শাহীন চক্রটির মূল হোতা। তার নেতৃত্বেই চক্রটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারিপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। অনেক সময় তারা মফিজুলের প্রাইভেটকার ব্যবহার করে। আবার অনেক সময় মফিজুলের মাধ্যমে গাড়ি ভাড়া নিত। মফিজুল নিজেই গাড়ি চালাত এবং শাহীন যাত্রী সেজে মফিজুলের পাশে বসত। 

আরও পড়ুন

×