ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন

ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে আগুন জ্বলছে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ০০:৪৫ | আপডেট: ২২ মার্চ ২০২৪ | ০৫:২৫

রাজধানীর ডেমরায় চারতলা ভবনের তিনতলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। 

তিনি বলেন, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় চারতলা ভবনটির তিনতলায় কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত। পরে চার তলাসহ অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ  শুরু করে।

তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গুদাম হওয়ায় সেখানে কেউ থাকার কথা নয়।

আরও পড়ুন

×