- রাজধানী
- কুয়াশাচ্ছন্ন রাজধানী, ঠান্ডায় জবুথবু জনজীবন
কুয়াশাচ্ছন্ন রাজধানী, ঠান্ডায় জবুথবু জনজীবন

রাজধানীর বিভিন্ন জায়গায় কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। রোববার সকালে তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: রাকিব হাসান
রাজধানী ঢাকাসহ আশপাশের আকাশ আজ ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা। শিশিরকণা মিশ্রিত ঠান্ডায় জবুথবু জনজীবন। ঘন কুয়াশা পড়ায় সড়কে যান চলাচল করছে কম। গাড়িচালকরা হেড লাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিচ্ছেন ধীরগতিতে।
রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর ধানমন্ডি-মোহাম্মদপুর, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট ও তেজগাঁসহ বিভিন্ন সড়কে দেখা যায়, কুয়াশা আর ঠাণ্ডার মধ্যে ঘুম থেকে উঠেই জীবনের তাগিদে কর্মস্থলে ছুটছেন অফিসগামীরা। সকালে কুয়াশার মধ্যে রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা ছিল হাতে গোনা।

কোনো কোনো এলাকায় দেখা যায়, কুয়াশাচ্ছন্ন সকালে গরম পোশাক জড়িয়ে স্বাস্থ্য সচেতনরা বেরিয়ে পড়েছেন শরীরচর্চায়।
ফার্মগেটে রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা তোতা মিয়া সমকলকে বলেন, ‘ঠান্ডায় জইমা যাইতাছি মামা। অন্যদিন রাস্তায় মানুষ থাহে, ভাড়া টানা যায়। আর শীতে মানুষ কম বাইর হয় রাস্তায়। আইজ সকাল ৬টা থেইকা ২ ঘণ্টা দাঁড়াই থাইকাও যাত্রী পাইনাই।’
এ ছাড়া শীতের তীব্রতা থেকে রেহাই পেতে সড়কের পাশে আগুন পোহাতে দেখা গেছে অনেককে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
আজ রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।
মন্তব্য করুন