নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শনিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফানুস ওড়ানো হয়। এ সময় কয়েকটি ফানুসের পোড়া অংশ মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। এতে বৈদ্যুতিক সংযোগে সমস্যার শঙ্কায় দুর্ঘটনা এড়াতে রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মে‌ট্রো‌রে‌লের নির্মাণকারী কর্তৃপক্ষ ডিএম‌‌টিসিএ‌লের প‌রিচালক (অপা‌রেশন) না‌সির উ‌দ্দিন আহ‌মেদ। 

তিনি বলেন, ই‌লে‌ক্ট্রিক ট্র্যাকশন থে‌কে বিদ্যুৎ শ‌ক্তি‌তে চ‌লে ট্রেন। ভোর থে‌কে ভায়াডাক্ট ও ই‌লে‌ক্ট্রিক ট্রাকশন প‌রিস্কা‌রের কাজ চল‌ছে। ই‌লে‌ক্ট্রিক ট্রাকশনে ঝু‌লে থাকা ফানু‌সের পোড়া অংশ পরিষ্কার করার কাজ শে‌ষের প‌থে। কাজ শে‌ষে ট্রেন চল‌বে। 

তি‌নি সকাল ৯টা ৫৫ মি‌নি‌টে সমকালকে জানান, প‌রিস্কার কাজ শেষ হ‌তে আরও ১০ মি‌নিট লাগ‌তে পা‌রে। এরপর চল‌বে ট্রেন।

এদিকে রোববার ভোর থে‌কে হাজা‌রো মানুষ আগারগাঁও এবং উত্তর নর্থ (‌দিয়াবাড়ী) স্টেশ‌নে ট্রেনের অ‌পেক্ষায় র‌য়ে‌ছেন। 

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে শনিবার রাত ৯টা থেকেই রাজধানীর প্রায় সব এলাকায় ওড়ানো হয়েছে ফানুস।

যদিও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।